Uttara Town College

Plot-01, Road-02, Sector-06, Uttara, Dhaka-1230

Welcome To Our College

মো. নূরুল আলম ভূঁইয়া

অধ্যক্ষ
Last Graduation Info

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম।

আজকের শিক্ষার্থীই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব প্রদান করবে। তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত ও আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বরেণ্য শিক্ষাবিদ ও উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র উত্তরা মডেল টাউনে প্রতিষ্ঠা লাভ করে উত্তরা টাউন কলেজ। বর্তমানে এ প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে প্রায় ৪,৫০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

উত্তরা একাডেমিক ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি রাজনীতি ও ধূমপানমুক্ত বিশ্ববিদ্যালয় কলেজ। শিক্ষাদানের মহান ব্রতকে সামনে রেখে এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠা ও উন্নয়নে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এবং রাখছেন তাঁদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিশ্বায়নের এ যুগে পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং বর্তমান সময়ে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে তার গর্বিত অংশীদার উত্তরা টাউন কলেজ। এই প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো সকল ধরনের আধুনিক সুযোগ—সুবিধা সমৃদ্ধ। পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ, প্রজেক্টর, সিসিটিভি, কি¤পউটার ল্যাব ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতি দ্বারা শিক্ষার ডিজিটালাইজেশনের ব্যবস্থা নেয়া হয়েছে। অবসর সময়ে পড়াশোনার সুবিধাসহ পত্রিকা ও পাঠ সহায়ক বই সমৃদ্ধ পাঠাগার রয়েছে। এ কলেজে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধূলার ব্যবস্থা রয়েছে। এছাড়াও সহশিক্ষা কার্যক্রম হিসেবে রয়েছে ল্যাংগুয়েজ ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব, ইনডোর গেমস, বার্ষিক ম্যাগাজিন, চিত্রাঙ্কন, সংগীত, কবিতা আবৃত্তি, শিক্ষাসফর ইত্যাদি যা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও প্রতিযোগিতামূলক পরিবেশের উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করবে।

কলেজ পরিচালনা পর্ষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একদল অত্যন্ত নিবেদিতপ্রাণ, অভিজ্ঞ, যুগোপযোগী প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, মেধাবী ও চৌকস শিক্ষকমণ্ডলি দ্বারা পাঠ পরিকল্পনা অনুযায়ী এবং শিক্ষার্থীদের উপযোগী করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। অধ্যক্ষ হিসেবে আমি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে প্রকৃত মানুষ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, যারা সমাজ ও দেশের উন্নতির জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবে। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।

 

মো. নূরুল আলম ভূঁইয়া

অধ্যক্ষ

Under Construction

Vice-Principal
MBA,BSC (CSE)

Under Construction

Dr. Mizanur Rahman